২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:০১

মৌসুমি ভাষণ /আরমান জিহাদ

মৌসুমি ভাষণ
আরমান জিহাদ

বিশাল বহর লোক সমাগম হচ্ছে কথার বৃষ্টি
আজ মনে হয় ভাঙবে রেকর্ড হবে নতুন সৃষ্টি।

মিষ্টি করে দেশের কথা বলছে বজ্র কণ্ঠে
নিরব থাকা উন্নয়নের দেয় বাজিয়ে ঘণ্টে।

হয়নি যা-তা হয়ে যাবে এই ঘোষণা দিচ্ছে
জনতারই মঞ্চে এসে এমন শপথ নিচ্ছে।

হাসিমুখে শেষ করে তার টাকায় করা মিটিং
চায় জেতা চায় ভোটে যে তার করতে হবে ফিটিং।

আবার টাকার শোধও নেবে ভাবে একা বসে
কত টাকা খরচ হলো সে হিসেবও কষে।

সব ভুলে যায় প্রতিশ্রুতি পেয়ে গেলে আসন
যায় হারিয়ে কালের স্রোতে মৌসুমি এ ভাষণ।

Design & Developed by PAPRHI
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo