২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৫৫

আরমান জিহাদের দু’টি ছড়া/কবিতা

আরমান জিহাদ
  • আপডেট সোমবার, আগস্ট ২৮, ২০২৩,
  • 225 বার

১. এই সমাজের আয়না

সত্য লিখে কেউ জেলে যায় এই সমাজের আয়না
কেউ তো আবার ভয়ে মরে জেলে যেতে চায় না!
এই সমাজের ভালো মন্দ তারাই তোলে আনে
কখন কোথায় ঘটছে কীসব তারা শুধু জানে।

কেউবা থাকে মুখোশ পরা সত্য খোঁজে যায় না
বিপদ-আপদ তাদের আবার একটুও যে পায় না।
তারা খোঁজে বেডের খবর অন্য খবর নেয় না
গালি ছাড়া জনগনে আশিস তাদের দেয় না।

পাচার হওয়া টাকার খবর দেয় কখনো লিখে
কেউ তো আবার জানের ভয়ে বিবেকটাকে বিকে!
যায় এড়িয়ে অনেককিছু পর্দা ফেলে চোখে
বলতে থাকুক যা মনে চায় দেশের সকল লোকে।

চাইলে তারা সত্য লিখে ফেলতে পারে সাড়া
জনগণের বিবেক তখন দিতে পারে নাড়া
সাংবাদিকে ঠিক হলে ফের ফিরে পাবে ছন্দ
জাগবে দেশের আমজনতা রুখতে সকল মন্দ।

কলমযোদ্ধা সাংবাদিক আজ ওঠেই যদি জেগে
সব অনাচার স্বদেশ থেকে যাবেই যাবে ভেগে।

২.আত্মশুদ্ধি

খারাপ মানুষ খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে
ছাড়তে পারে খারাপ কাজও ইচ্ছে যদি জাগে
কিন্তু তারা পায়না সে পথ দেয় না কেউই বুদ্ধি
কেমন করে করবে তারা বলো আত্মশুদ্ধি?

সবাই যদি আসত ফিরে সবার উপকারে
ভালোর পথে ফিরত মানুষ তখন গণহারে।

 

এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা
Design & Developed by PAPRHI
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo