আবার কবে মানুষ হব
আরমান জিহাদ
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাচ্ছে
আবুলের ঘর-বাড়ি
আলাল দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর হাসছে
বদি মিয়া ব্যস্ত সুযোগের সৎ ব্যবহারে সম্পদ লুটে।
আবুলের অসহায়ত্বের চিৎকার
জনসাধারণে পৌঁছাতে অপারগ
রোধ হয়ে গেছে প্রতিবাদি কণ্ঠ।
চোখের যৌন ক্ষুধা মেটাতে তাকিয়ে আছে
শত জোড়া চোখ; দগ্ধ হওয়া করিমনের স্তনে!
কেউ এগিয়ে আসেনি আগুন নেভাতে
স্বার্থপরতায় ডুবে গেছে মানবতার সূর্য।
আমি অপেক্ষায় আছি– ‘আবার কবে মানুষ হব।’