কয়লার রং
চুরি করা ভাল নয়
শুনে রোজ চোরে
ধরা পড়ে চুরি করে
ফের কোন ভোরে।
জনগণে মার দেয়
গাছে রেখে বেঁধে
করবে না চুরি আর
কথা দেয় কেঁদে।
তবু চোরে চুরি করে
রাখে না তো মনে
খোলসটা বদলায়
প্রতি ক্ষণে ক্ষণে।
যায়না যেমন করে
কয়লার রং
বদলায় না স্বভাব
ধরে যায় জং।
আরমান জিহাদ, কবি ও ছড়াকার।
লেখাটি বাংলাদেশের খবর পত্রিকার হইচই পাতায় প্রকাশিত ৩০শে আগষ্ট ২০২২ ইং।