দেশটা কাঁদে
আরমান জিহাদ
সবাই যখন ফুল পাখি আর নদী নিয়ে ব্যস্ত
তখন আমার দেশটা কাঁদে
অর্থনীতি বিশাল ফাঁদে!
নেতা নেত্রী এমপি মন্ত্রী লুটের কাজে ন্যাস্ত
রিজার্ভটুকু করে সাবাড়
সুইস ব্যাংকে টাকার পাহাড়
গড়লো কারা?
ঋণের বোঝা বইতে গিয়ে অর্থনীতি শেষ তো।