১. নুকতা
হাসলেই ঝরে পড়ে মুক্তা
কপালে রয় যদি নুকতা
পাপড়ির সুরভিত ছন্দে
বারবার বলি তারে মন দে।
ঝুমুরঝুমুর বাজে নুপুর
সুখকর হয় রোজ দুপুর
যৌবন ভরা দেখি অঙ্গে
কাটাই বেলা তারই সঙ্গে।
২. সার্বজনীন পেনশন
সার্বজনীন পেনশন নিয়ে এলো টেনশন
চলো, লুটেপুটে খাবে কারা করে দিই ম্যানশন।
সরকারি মন্ত্রীরা অফিসের আমলারা
এমপিও সচিবের কাছে থাকা কামলারা
ব্যবসায়ী ম্যাগনেট ব্যাংকের কর্তারা
ফসলি জমিকে শেষে বানাবে যে চর তারা!
জনগণ বোকা নয় সরকারি ফাঁদে পড়ে
সবকিছু ঢেলে দিবে এনে চোরদের ঘরে।
লোভ নয় সংযত সকলের হতে হবে
তাহলেই সুরক্ষা সকলের তরে রবে।
৩.পাগল প্রেমিক
আকাশ জানে নদী জানে
বনের পশুপাখি জানে
জানে মানুষজন
তোমায় দেখার অপেক্ষাতে
পাগল আমার মন।
হয় সমাবেশ চোখের জলে
একটু চোখের আড়াল হলে
বাধে যে শোরগোল
তোমার অনুপস্থিতিটা
আটকিয়ে দেয় বোল।
ভাবতে পারো আমি বোকা
কিংবা অবুঝ কিংবা খোকা
কিংবা পাগল লোক
আমি ভাবি এই তুমিটা
আমার শুধু হোক।
ভালোবাসা কমবে নাকো
যদি বুকে আগলে রাখো
আমায় সারাক্ষণ
থাকব হয়ে পাগল প্রেমিক
চাইবে যতক্ষণ।