জোট
প্রিয়তমা–
শুনেছি বিএনপি ২০ দলীয় জোট ছেড়েছে
জামায়াতে ইসলামী বাংলাদেশ।
কেউ-কেউ বলছে এটা রাজনৈতিক কৌশল।
বহু বছরের সম্পর্ক কৌশলগত কারণে
নষ্ট করেছে কপালপোড়া জামায়াত।
প্রিয়তমা–
তোমার সাথে সম্পর্কের কারণে মুখ থুবড়ে পড়েছে
এক বলিষ্ঠ কণ্ঠস্বরের
উঠে দাঁড়িয়ে গলা হাঁকিয়ে কথা বলার শক্তি হারিয়েছি প্রতিনিয়ত।
আমি বদ্ধ ঘরে বন্দী থাকা মানুষের মতো নই,
অথচ তোমাকে ভালোবেসে সহ্য করে চলেছি
তোমার সকল নির্দেশ।
আমি কোন কৌশলে এই জোট ছাড়ব প্রিয়তমা?
লেখক: আরমান জিহাদ, কবি ও ছড়াকার।