পৃথিবীতে মানুষ হয়েছে ক’জন!দু-চোখ দিয়ে কতকিছু দেখি, কত রঙ দেখি,
দেখি মুখোশের আড়ালে লুকায়িত চেহারা।মানুষ হওয়ার পরীক্ষায় এখনো অকৃতকার্য!দেখতে হুবহু মানুষের মতো-
দু’টো চোখ আছে, নাক আছে, মুখ আছে
হাত-পা সবই আছে
তবুও আমি মানুষের দলভুক্ত হতে পারিনি।কথা বলতে গিয়ে মিথ্যের আশ্রয়
বন্ধুত্বের হাত বাড়িয়ে ভীষণ রকমক্ষতি করা,
কথার জালে ফাঁসিয়ে নিজের ফায়দা লুটে নেয়া
গীবত, হিংসাকে জড়িয়ে নিয়েছি
নিত্য চলাচলের সঙ্গী হিসেবে।আমি আজও মানুষ হতে পারিনি।তাকিয়ে দেখি প্রাণীকূলের প্রেম,ভালোবাসা
দায়িত্ববোধ আর সহমর্মিতাকে।
পৃথিবীতে আমিই কেবল অহমিকায় ভুগছি।