পাখির মিছিল
আরমান জিহাদ
মাঠ থেকে ওই আসছে ভেসে
পাকা ধানের গন্ধ,
ফুটছে হাসি কৃষক খুশি
লাগছে না তো মন্দ।
সকাল সাজে মিষ্টি রোদে
শিশির বিন্দু অল্প,
উঠোন মাঝে ফিরনি হাতে
জমে উঠে গল্প।
নীল আকাশে পাখির মিছিল
নবান্নেরই কালে,
দল বেঁধে ওই কিশোরীরা
নাচে তালে-তালে।
ঘর ভরা আজ অতিথিরা
নতুন চালের গন্ধে,
দুষ্ট শিশু মেতে উঠে
পিঠা খাওয়ার দ্বন্দ্বে।
শিউলি,ছাতিম, গন্ধরাজে
ফিকফিকিয়ে হাসে,
মল্লিকা আর হিমঝুরিতে
দেশ সুবাসে ভাসে।