অনলাইন এপসে টাকা ইনভেস্ট করার পূর্বে সতর্কতা জরুরি :
‘মানুষ লোভী’ “লোভে পাপ পাপে মৃত্যু। ” আমরা সবাই জানি এই প্রবাদ কিন্তু প্রসঙ্গ যখন অল্প সময়ে বড়লোক বা ধনী হওয়া তখন আর এসব প্রবাদ মনে থাকে না।
বর্তমান সময়ে অনেকগুলো অনলাইন বেইসড এপস এসেছে যেখানে টাকা ইনভেস্টের পরিমাণ খুবই দ্রুত বাড়ছে।
প্রতিদিন লিংক কপি করে সাবমিট করতে হয় অন্য জায়গায় আর প্রতিটি কপি এণ্ড সাবমিটের জন্য টাকা দেওয়া হয় ইনভেস্ট অনুযায়ী।
ভুক্তভোগী একজন ইউজার বলেন,৬০০০(ছয় হাজার)টাকা ইনভেস্ট করার পর প্রতিটি লিংক কপি পেস্ট করার জন্য ৩৫ টাকা করে দেওয়া হয় এবং প্রতিদিন এই লিংকের পরিমান থাকে ৭টি।
এপসের নাম SillageSillageSite(সিল্যাজসাইট)।টাকা উত্তোলনের অপশন থাকলেও উত্তোলন করার সুযোগ হয়না। কেননা নানান লোভনীয় অফার সামনে চলে আসে এবং আবার বেশি টাকা ইনকামের লোভে পড়ে যায়। আজ থেকে তাদের এপসে সবকিছু ব্লাঙ্ক দেখাচ্ছে এবং ব্যালেন্স জিরো দেখাচ্ছে।
এমন বহু এপস রয়েছে যারা ভোক্তাদেরকে লোভের ফাঁদে ফেলে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে।
সকলকে এমন অনলাইন বেইসড এপস থেকে বিরত থাকা জরুরি।
যদি কোন অনলাইন প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করতেই হয় তাহলে পূর্ব সতর্কতা জরুরি। রেফার কোডের মাধ্যমে এই এপসগুলো ছড়িয়ে পড়ছে একজন থেকে আরেকজনের কাছে।সবচেয়ে বেশি টার্গেট হচ্ছেন প্রবাসী শ্রমিকরা।
আরমান জিহাদ
লেখক,কবি ও ছড়াকার
কিশোরগঞ্জ
rxarman1997@gmail.com