অবশেষে আমি মানুষ হতে পেরেছি।
ছেড়ে দিয়েছি মিথ্যের নোঙ্গর
তলিয়ে গেছে সাগরের তলদেশে সকল অপকর্ম।
হিংসা-বিদ্বেষ,রাগ,ঘৃণা সবকিছু থেকে
এখন আমি বহুদূরে চলে এসেছি।
আত্মীয়ের খোঁজখবর নেয়া শুরু করেছি
দেখতে শুরু করেছি অন্যের বিপদ-আপদ।
মানুষ আজকাল খুব কম ব্যক্তিই হয়!
যারা ভালোবাসা পায়
যারা অন্যের হৃদয়ের সাথে নিজের হৃদয়ের
নির্ভেজাল যোগাযোগ তৈরি করতে পারে
তারা খুব সহজেই মানুষ হতে পারে।
মিথ্যা বলা ছেড়ে দিয়ে শুরু করেছি এখন অন্যায়ের প্রতিবাদ।
আমি অবশেষে মানুষ হতে পেরেছি।
এখন আমার নাক,মুখ,চোখ ও হাত-পা গুলোর
মানুষের ব্যবহার শুরু হয়েছে।