রাত হয়েছে অনেক বেশি
কাত হয়েছি যেই,
ঘরের কোণে ধপাস করে
আওয়াজ এলো সেই।
বাইরে গিয়ে খুঁজে দেখি
নেই সেখানে কিছু,
লাল ঘোড়াটা দেখে তখন
নিলাম আমি পিছু।
একটু দূরে যেতেই দেখি
ঘোড়ার দেখা নাই,
ভূত এসেছে ভূত এসেছে
ভয় পেয়েছি তাই।
ভূতের ভয়ে খিল দিয়েছি
এখন আবার ঘরে,
ঘুমে যদি ফিরে এসে
আবার ভূতে ধরে!