তারা হারার আগেই হেরে যায়!
পৃথিবীতে কোনকিছুই সহজলভ্য নয়
কষ্ট করে অর্জন করতে হয়।
ভালো রেজাল্টের পেছনে লুকিয়ে থাকে
ভালো চেষ্টা, পরিশ্রম ও দূরদর্শী চিন্তা।
তারা হারার আগেই হেরে যায়!
এটা পারবো না, ওটা পারবো না
না পারার বেদনা নিয়ে ধীরে ধীরে ঝরে পড়ে
অনেক স্বপ্ন।
একদিনে গড়ে ওঠে না দালানকোঠা,
হাতে আসে চাকরির অফার লেটার।
মোকাবেলা করার পূর্বেই তারা আত্মসমর্পণ করে
অন্যাকারীর তলোয়ারের সামনে।
রুখে দিতে এক পা এগিয়ে দেখে না।
তারা হারার আগেই হেরে যায়!