নেই অভিযোগ নেই অভিমান
হাসি খুশি থাকে
অল্পকিছু খেতে গেলেও
আমার জন্য রাখে।
তিনি হলেন মা যে আমার
দুই নয়নের মনি
মা আছে তাই আমি হলাম
এই দুনিয়ার ধনী।
এদিক ওদিক ছুটে বেড়ায়
আসবে ছেলে ঘরে
চাঁদের টুকরো আসলে ঘরে
আলোয় যাবে ভরে।
মা যে আমার আমায় নিয়ে
ভাবে দিনে-রাতে
এত বড় হলাম তবু
খাওয়ায় নিজের হাতে।
আমি বড় ভাগ্যবান মা
পেয়ে তোমার আদর
তুমি থাকো আমার গায়ে
হয়ে মায়ার চাদর।
চাওনা কিছু নিজের জন্য
সবই আমার জন্য
তোমায় পেয়ে এই দুনিয়ায়
হলাম আমি ধন্য।
তোমার কাছে দোয়ার আরজি
মাগো দিবানিশি
তুমি মাগো পীর মাশায়েখ
তুমি মনী-ঋষি।
তোমার দোয়ায় খুলতে পারে
সুখ আকাশের তালা
বন্ধ হতে পারে আবার
দুখের নদী-নালা।