মিষ্টি সকাল
আরমান জিহাদ
খুব সকালে রোদের আলো পড়লো মুখে ঢলে
এদিক ওদিক শোর শোনা যায় খোকা খুকির দলে।
ঘুম ভেঙ্গেছে সূর্যি মামার আসলো ফিরে তাই
আঁধার ভূবন ভরলো আলোয় কোথাও বাকি নাই।
গান ধরেছে বনের পাখি খুলে তাদের আঁখি
মোরগ ডাকে,হাঁসে ডাকে নাই কিছু আর বাকি।
মা হয়ে যান ব্যস্ত ঘরে বাবা ছোটেন মাঠে
খোকা-খুকি মগ্ন থাকে রোজ সকালে পাঠে।
রাস্তাঘাটে পুকুরপাড়ে আড্ডা জমায় দাদু
দুষ্টু ছেলের মিষ্টি হাসি সাজে মহা সাধু।
মিষ্টি সকাল দেয় জানিয়ে বাংলা মায়ের কোলে
সকাল হলেই সুখ জাগানো ফুল কলিরা দোলে।