২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৫৩

আরমান জিহাদের ৫টি বিদ্রোহী কবিতা

আরমান জিহাদ
  • আপডেট সোমবার, আগস্ট ১৫, ২০২২,
  • 356 বার

♦১.বিদ্রোহ

কী চাও বিদ্রোহ ; নাকি অন্যকিছু?
মানচিত্রে বসা শকুনকে পেটাব
দেশ দ্রোহিদের অবাঙালি বলব
নাকি তাঁদের দেব শাস্তি অগণিত?
ধ্বংস হবে তারা- করবে মাতা নত।

মিশুক হয়ে যাব; খুব মায়াবী হব
অনেক মানবিক,নাকি আরো উদার!?
ক্ষমা দৃষ্টি দিয়ে ঝামেলা করে পার ,
নাকি করব বিচার, লুটে খেয়েছে যারা
পিটিয়ে ছাল তুলে করব আধমরা?
পালাতে দেব নাকি অন্যদেশে গিয়ে
ধরে আনব দেশে জুতোর মালা দিয়ে।

বিদ্রোহী হলাম ধ্বংস করতে
তাগুতের আড্ডা, বিরাট আস্তানা–

কে বা কারা কোথায় করছে টাকা জমা

কেউই না জানুক সরকারের আছে জানা।

২.স্বৈরাচার

প্রেমের রাষ্ট্র গঠন করে
এখন তুমি স্বৈরাচার–
আন্দোলনে বেকার আমি
করলে হরণ অধিকার
পাইনা খুঁজে সুবিচার।

চাইনা এমন ভালোবাসা
নাই যেখানে সমঝোতা
ক্ষমতার আসনে বসে
বড় গলায় বলছো কথা
নাই কোন সীমানা তার–
করলে হরণ অধিকার
পাইনা খুঁজে সুবিধার।

৩.ও সরকার

ও সরকার–
বড় বড় কথা বলে
ক্ষমতায় এসে শুরু করলে
চোরা কারবার..
ও সরকার ও সরকার।।

টাকা পাচার দূর্নীতি আর
সব করে আজ যাও হয়ে পার
ক্ষমতায় বসে করো
আইনের অপব্যবহার…
ও সরকার ও সরকার।।

স্বাধীনতার মানে ভুলে
স্বাধীনতা কেড়ে নিলে
বললে সত্যি কথা
দাও নাকো কভু ছাড়
ও সরকার ও সরকার।।

ক্ষমতার লোভে পড়ে
জনগণকে গেলে ভুলে
চাইছি এখন আমি বিচার তার
ওর সরকার ও সরকার।।

ও সরকার–
বড় বড় কথা বলে
ক্ষমতায় এসে শুরু করলে
চোরা কারবার-
ও সরকার ও সরকার।।

৪.দেউলিয়া

সহ্যের সীমা শেষ?
দেউলিয়া হবে দেশ?
ভাবনায় মন–
হাঁটি হাঁটি পা পা
রোদ্দুর খা খা
বারবার বিদ্যুতে
করে জ্বালাতন।
দেশকে বাঁচাতে হবে
করো সেই পণ।

♥৫. এই শালাদের হঠাও 

বা* ফালাইতে নেদারল্যান্ডসে
গেছে কৃষিমন্ত্রী
একশো তিরিশ নেতাকর্মী
উন্নয়নশীল পন্থী!

অর্ধশত কোটি টাকায়
দেখে এলো শিখে এলো
গাছের পরিচর্যা–
গা’য় লাগেনি জনগণের
টাকা করতে খর্চা।

দেশটা যখন ডুবে- ডুবে
তখন তারা হাসছে
শেখার নামে ভ্রমণ করে
সুখের নায়ে ভাসছে।

এই শালারা এটা ওটায়
অর্থ ব্যয়ে ব্যস্ত–
আম জনতার ভাগ্যে শুধু
দুঃখটা রয় ন্যস্ত।

এই শালাদের হঠাও হঠাও
করছে নষ্ট অর্থ
খুঁজে দেখ পালিয়ে যেতে
খুরছে বিশাল গর্ত।

এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা
Design & Developed by PAPRHI
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo