আয়নায় দেখেছি নিজের চেহারা
আরমান জিহাদ
আজ আয়নায় দেখেছি নিজের চেহারা
আহা! কি বিভৎস বিশ্রী রূপ!
লজ্জায় মুখ ফিরিয়ে নিয়েছি।
আয়নায় দেখে নিজের রূপ ধিক্কার দিয়েছি বারবার।
হতাশায় নিমজ্জিত হয়েছি,
কিভাবে এই মুখ দেখাব লোকালয়ে?
অর্থের প্রাচুর্যে নাক ডুবিয়ে খেয়েছি নিষিদ্ধ শরাব!
হিংসার সম্মোহনে পড়েছি বারবার।
লোভাতুর হয়ে গড়ে তুলেছি মিথ্যের প্রাচীর।
সুখ পাহাড়ের চূড়ায় চড়তে খেলেছি মিথ্যের হোলি।
আজ আয়নায় দেখেছি নিজের চেহারা
আহা! কি বিভৎস বিশ্রী রূপ!