আজকে ফেইসবুকের কিছু সিক্রেট ট্রিকস নিয়ে আলোচনা করবো।আমরা সকলেই ফেইসবুক ব্যবহার করি কিন্তু ফেইসবুকের সবগুলো ট্রিকস সম্পর্কে তেমন কিছুই জানি না।
১★ফেইসবুকে আমার কোন প্রিয়জন কাউকে লাইক দিয়েছে কি না এবং তার সকল পোষ্টগুলো একসাথে দেখার জন্য কে না চায় বলুন?
সবাই বলবে আমি দেখতে চাই আমার বন্ধু কাকে লাইক দিলো কমেন্ট করলো ইত্যাদি।
খুব সহজে দেখা যাবে মাত্র একটি সার্চ করার মাধ্যমে।
এই জন্য প্রথমে ফেইসবুকের সার্চ বারে যেতে হবে তারপর ওখানে যার এক্টিভিটি দেখতে চান তার নাম লিখতে হবে।
যখন তার নাম লিখে সার্চ করবেন অটোমেটিক তাঁর সবগুলো পোষ্ট যা সে অনেক আগে করেছে তা চলে আসবে।শুধু তাই নয়, যখন এভাবে সার্চ করবেন দেখবেন সে যতগুলো পোষ্টে লাইক কমেন্ট করেছে সবগুলো সামনে চলে আসবে।
নিচে স্কিন শর্টের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে সার্চ করে এক্টিবিটি বের করতে হবে। 👇
২.আমাদের অনেক বন্ধু আছে যারা অনেক বেশি ফটো আপলোড করেন দৈনিক এবং আমাদেরকে তাদের সাথে অনুমতি ছাড়াই ট্যাগ করে থাকেন।
ট্যাগ করা অনেকেই পছন্দ করেন না। ট্যাগ বিষয়টি আসলে বিরক্তিকর। কে না চায় ট্যাগ থেকে মুক্তি পেতে।
এখনকার ট্রিকস হলো কিভাবে ট্যাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব?
প্রথমে যেতে হবে আমাদের ফেইসবুকের থ্রী ডট মেনুতে।
মেনুতে যাওয়ার পর একদম স্ক্রল করে নিচে যেতে হবে তারপর সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে যেতে হবে।
এখানে আসার পর আবার ক্লিক করতে হবে তারপর শুধু সেটিংস লেখা আছে সেখানে ক্লিক করতে হবে।
এখন অনেকগুলো অপশন আসবে আপনি এখন স্ক্রল করে নিচে চলে যাবেন দেখবেন টাইমলাইন এবং ট্যাগিং নামে একটি অপশন আছে তখন সেখানে ক্লিক করতে হবে।
সেখানে ক্লিক করলে অনেক গুলো অপশন পেয়ে যাবেন তখন আপনি ট্যাগিং অপশনে গিয়ে দুই জায়গাতেই অনলি মি করে দিবেন এবং রিভিউ অপশনে গিয়ে সবগুলো অফ করে দিবেন।
নিচে স্কিন শর্টের মাধ্যমে দেখানো হয়েছে।👇
৩.বর্তমান সময়ে ফেইসবুক একটি মারাত্মক নেশায় পরিনত হয়েছে।এমনও মানুষ আছে যে দিনের অনেক সময় ব্যয় করে শুধু ফেইসবুক চালিয়ে।
কত ঘন্টা ফেইসবুক চালিয়েছেন এটা হয়তো অনেকে জানেন না।
আপনি কত ঘন্টা বা কত মিনিট ফেইসবুক ব্যবহার করেছেন এটা কি জানতে ইচ্ছে করে না?
সবার করে।
ফেইসবুকে এই অপশন চালু আছে বর্তমানে।আপনি যদি অতিরিক্ত আকারে ফেইসবুক ব্যবহার করেন তবে এটির জন্য সমাধান ও আছে এই অপশনে। আপনি সময় দিয়ে রাখতে পারেন তাহলে ফেইসবুক আপনাকে যথাসময়ে রিমাইন্ড করে জানিয়ে দিবে।
এবার চলুন জানি কিভাবে জানবো এগুলো বা করবো।
প্রথমে থ্রি ডট মেনুতে যেতে হবে তারপর স্ক্রল করে নিচে যেতে হবে।
নিচে আসার পর সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।
এখন দেখুন নিচে লেখা আসবে” ইউর টাইম ইন ফেইসবুক “।
এখানে আসার পর ক্লিক করুন।
এখন আপনার কারেন্ট টাইমটা দেখতে পারবেন
আপনি কত ঘন্টা সময় ব্যয় করেছেন সবকিছু।
এখানে গিয়ে তারপর দেখবেন যে সেট ডেইলি টাইম রিমাইন্ডার।
সেখানে ক্লিক করে আপনার সময় টুকু নির্ধারণ করতে পারেন।
৪.ফেইসবুকে সবার পোস্ট সমান নয়।
আমাদের ফেইসবুক বন্ধুদের মাঝে অনেক বন্ধু আছে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট দিয়ে থাকেন সবসময়। অনেক পেইজ আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ নিউজ গুলোর আপডেট দিয়ে থাকেন।
আমরা অনেক সময় এগুলো পাই না। ধরেন আপনার খবরের কাগজের প্রতি বেশি আকর্ষণ কিন্তু তারা নিউজ আপডেট দিলো এখন আর এটা আপনার নিউজফিডে আসলো একঘন্টা পরে এটা কি হয় নাকি?
আপনি চান সবার আগে আপডেট দেওয়ার সাথে সাথে পোস্টটি দেখতে।
আবার মনে করুন আপনার এমন কোন বন্ধু আছে যার পোস্ট গুলো আপনি সবার আগে দেখতে চান তাহলে এই ট্রিকসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই জন্য ফেইসবুকে একটি অপশন চালু রেখেছে সেটি হলো “সি ফার্স্ট “।
এই অপশনে গিয়ে ক্লিক করে রাখলে খুব সহজেই তাদের পোস্ট গুলো সবার আগে দেখা সম্ভব। এখন আলোচনা করবো কিভাবে এই অপশনটি চালু করবেন।
আগেই বলে রাখা ভালো যে এই অপশনের একটি লিমিট আছে তাই সবাইকে সি ফার্স্ট করে রাখতে পারবেন না।
প্রথমেই আপনাকে আপনার প্রোফাইলের থ্রি ডট মেনুতে যেতে হবে তারপর নিচের দিকে যেতে হবে।
এবার সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।
এবার দেখুন নিচে ইউর টাইম অন ফেইসবুক লেখা আছে সেখানে ক্লিক করতে হবে।
এখন আবার দেখুন অনেক গুলো অপশন আছে এখান থেকে নিউজফিড পারফরম্যান্সে ক্লিক করুন।
এখন দেখুন আবার আরো কয়েকটি অপশন আসছে
এখান থেকে প্রথম অপশনে ক্লিক করুন যেটা লেখা প্রিয়োরিটাইজ হো টু সি ফার্স্ট।
এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো এবং আপনার লাইক দেওয়া নিউজ পোর্টাল ও পেইজগুলো।
এখন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি শুধু একটি করে ক্লি করুন আর দেখবেন প্রোফাইলের পাশে সি ফার্স্ট লেখা চলে আসবে।
তারপর থেকে যখন সে সকল প্রোফাইলে কিছু আপলোড দিবে আপনার নিউজফিডে চলে আসবে সবার আগে।