ইংরেজি নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই।
চাকরি ক্ষেত্রে, প্রবাসীদের ক্ষেত্রে, ব্যবসায় ক্ষেত্রে ইংরেজি ছাড়া যেন চলেই না।ইংরেজি যেমন অভিশাপ তেমনি আবার আশীর্বাদও।
ইংরেজিতে পারদর্শী ব্যক্তিগণ যেভাবে দেশের চাকরি বাজারে এগিয়ে ঠিক তেমনভাবে বিদেশের চাকরি বাজারেও তাদের দাপট ঠিক ততোটাই।
কিন্তু আমাদের হতাশা দেখবে কে?
আমরা তো বাঙালি। আমাদের তো ইংরেজি প্রথম ভাষা নয়।আমরা তো বাংলাতে কথা বলি।
ইংরেজি কিভাবে শিখবো?
বিদেশিদের মত কিভাবে কথা বলতে পারবো?
অল্প সময়ে ইংরেজি শিখবো কিভাবে?
ইংরেজি শেখার জন্য সবচেয়ে সহজ উপায় কী?
এসব প্রশ্ন আমাদের মাথায় প্রতিনিয়ত ভিড় করতে থাকে।
ইংরেজি তেমন কঠিন কোন বিষয় নয়।কিন্তু, চর্চার বিষয়। চর্চা না করলে ইংরেজিতে ভালো করা সম্ভব নয়।
কথা আসে আমরা তো বাংলাদেশে বসবাস করি।এখানে সবাই বাঙ্গালী। আমি কিভাবে ইংরেজির চর্চা করবো ইত্যাদি।
আমরাও চর্চা করতে পারি।আমরা অনলাইনে ইংরেজি ক্লাসগুলো ফলো করতে পারি।গুগলে ইংরেজি কনভারসেসন করতে পারি।বিদেশি বন্ধুর সংখ্যা বৃদ্ধি করতে পারি।
নিজের সাথে নিজে কথা বলতে পারি।
প্রতিদিন কিছু না কিছু মনের ভাষাগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করতে পারি।
আমরা যদি প্রতিদিন একটা দুইটা করেও ভোকাবুলারি শিখি তাহলেও অনেক।
১০০০(এক হাজার) ভোকাবুলারি শিখতে পারলে ইংরেজি আপনার ৯০ শতাংশ আয়ত্তে চলে আসবে বলেই আমি বিশ্বাস করি।
আমরা অনেক সময় ভাবি, আমরা যা বলছি তা তো ভুল হচ্ছে। আমাদের তো গ্রামার মিস্টিক হচ্ছে। লজ্জার কথা,মানুষ কি বলবে?
এসব সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে। লজ্জার কথা বাদ দিয়ে প্র্যাকটিস শুরু করে দিতে হবে।
আজকে থেকে শুরু করুন একমাস পর নিজেকে প্রশ্ন করুন।
দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাবে।
আমরা আসলে সবই পারি।আমরা কঠোর পরিশ্রম করতে পারি, বহু সময় পড়তে পারি ধৈর্যও ধরতে পারি।
এই কাজগুলো ইংরেজি শেখার পেছনে ব্যয় করলেই আমরা ইংরেজিতে দূর্বলতা কাটিয়ে সফলতা লাভ করতে পারি।
♦আরমান জিহাদ