রক্ত চোষার দল কখনো
দুঃখ কষ্ট বোঝে না
কে বা কারা বলছে কিসব
এসব তারা খোঁজে না।
রক্ত খেয়ে হজম করে
চড়ে ঘৃণার পাহাড়ে
তিনবেলা ঠিক রক্ত থাকে
তাদের করা আহারে!
যুক্তি করে চুক্তি করে
এরা ভালোর দলে না
কষ্ট দেখে খুব সহজে
এরা একটু গলে না।
ঠকবাজিতে ডিগ্রি ওয়ালা
সরকারে রয় চুক্তিতে
টকশো টেবিল গরম হলেও
হারে সবাই যুক্তিতে।
তিনশো টাকা মজুরি তো
দিতে তারা রাজি না
একশো সত্তর ঠেকল শেষে
বলো তারা পাঁজি না?
শেখ হাসিনা চুপ করে রয়
মানবতা গেল কই?
চা-শ্রমিকে ন্যায্য টাকা
বল না মা পেল কই?
আরমান জিহাদ -কবি ও ছড়াকার