২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:৪৬

রক্ত চোষার দল | আরমান জিহাদ

আরমান জিহাদ
  • আপডেট শনিবার, আগস্ট ২৭, ২০২২,
  • 260 বার

 

রক্ত চোষার দল কখনো
দুঃখ কষ্ট বোঝে না
কে বা কারা বলছে কিসব
এসব তারা খোঁজে না।
রক্ত খেয়ে হজম করে
চড়ে ঘৃণার পাহাড়ে
তিনবেলা ঠিক রক্ত থাকে
তাদের করা আহারে!

যুক্তি করে চুক্তি করে
এরা ভালোর দলে না
কষ্ট দেখে খুব সহজে
এরা একটু গলে না।
ঠকবাজিতে ডিগ্রি ওয়ালা
সরকারে রয় চুক্তিতে
টকশো টেবিল গরম হলেও
হারে সবাই যুক্তিতে।

তিনশো টাকা মজুরি তো
দিতে তারা রাজি না
একশো সত্তর ঠেকল শেষে
বলো তারা পাঁজি না?
শেখ হাসিনা চুপ করে রয়
মানবতা গেল কই?
চা-শ্রমিকে ন্যায্য টাকা
বল না মা পেল কই?

 

আরমান জিহাদ -কবি ও ছড়াকার

এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও লেখা
Design & Developed by PAPRHI
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo