অতিথি পাখি
অতিথি পাখি হয়ে এসে
বুকের খাঁচায় বন্দি হয়েছিলে।
কথা বলা শিখিয়েছিলাম
মধুর কথা,ডাকতে শিখিয়েছিলাম প্রেমের সুরে
তুমি বহুদূর থেকে আসা পাখি
যদি ফাঁকি দাও
জনম জনম ধরে ভিজে একাকার হবে দুই আঁখি।
সুখের নীলাকাশে তোমার ডানায় ভর করে
উড়তে চেয়েছিলাম
দেখতে চেয়েছিলাম প্রেমময় বিশাল নীলাকাশ
তুমি অতিথি পাখি
ঘুরে বেড়াও বহু দেশ-বিদেশ।
তোমার স্মৃতি জড়িয়ে
হৃদয়ের বাঁ-পাশে রাখি।
দুঃখ কষ্ট সব ভুলে যাই
উড়ে এসে যখন আবার ঢুকে পড় মনের খাঁচায়
শ্রেষ্ঠত্ব খুঁজে পাও করে যাচাই
আদরে এসে যখন করো ডাকাডাকি
ভুলে যাই ছেড়ে গেছ বহুদূরে তুমি
ভালোবাসায় ছলছল করে ওঠে আঁখি।