হৃদয়ে বাংলা
আরমান জিহাদ
আমি খুব ভালোবেসে হৃদে রাখি এঁকে
সবুজ সোনালী মাঠ,
চেয়ে চেয়ে দেখি ওই পাখিদের খেলা
পথচারী ভরা বাট।
কলস কাখেতে দেখি তরুণীর নাচ
সকাল সাঁঝের বেলা,
ঘরে ফিরে আসে রোজ অন্ন যোদ্ধা
শেষ করে তার খেলা।
মুগ্ধতা নিয়ে দেখি ঢেউ নাচে ওই
ছন্দে নূপুর পায়ে,
আহা! কি মধুর গান গেয়ে যায় মাঝি
পাল তোলা এক নায়ে।
অবাক তাকিয়ে রই সবুজের বাগে
শিশুদের খেলা দেখে,
খুব খুশি হয় তারা খেলা করে গায়ে
বাংলার ধূলো মেখে।
যত সুখ আছে এই বাংলার বুকে
আর পাবো বল কই?
সবকিছু ফেলে তাই আজীবন আমি
বাংলায় পড়ে রই।