মুক্তা ঝরা ভোর
আরমান জিহাদ
বন্ধ ঘরে মধুর সুরের হয় না আগমন
যায় না দেখা পা বাড়ালেই সবুজ-শ্যামল বন।
চার দেয়ালে আটকা থেকে কাটে আমার বেলা
পিসির ভেতর ব্যস্ত থেকে খেলি নানান খেলা।
চাঁদ দেখি না রাতের বেলা কেমন মধুর লাগে
তাঁরায় ভরা রাতের আকাশ দেখতে ইচ্ছে জাগে।
পাখির ঠোঁটে মিষ্টি হাসি নেই শহরের বাগে
এমনই কী ছিলো মাগো আমার শহর আগে?
সবুজ ঘাসের স্পর্শ বিহীন মুক্তা ঝরা ভোর
সূয্যিমামা উঠলে মাথায় খোলে চোখের দোর।
ফুলের বাগান পাখির বাসা গড়ব ঘরের ছাঁদে
পাখির কণ্ঠ ফুলের সুবাস নিতে এ মন কাঁদে।
নেই তো নদী ঘরের পাশে নেই তো বিশাল বিল
নীল আকাশে ধোঁয়ার মিছিল নেই শিকারী চিল।
পাই না খুঁজে খেলার জন্য বড় কোন মাঠ
গ্রাম বানাব শহরটাকে নীল সবুজের হাট।