দেওজান গ্রাম
দেওজান নাম তার ছোট এক গাঁও
পাশে এক নদী আছে বাঁধা থাকে নাও।
নদীটার নাম শুনি সিঙ্গুয়া বলে
থইথই বারোমাস থাকে নদী জলে।
বেড়ে ওঠা এই গাঁয়ে মুখে নিয়ে হাসি
দেওজান গ্রামটাকে খুব ভালোবাসি।
রাস্তার দুই পাশে ভরা তরু গাছে
দোয়েল শালিক টিয়া ডানা মেলে নাচে।
ছেলে-মেয়ে মক্তবে যায় ভোর বেলা
কিশোর-কিশোরী দেখি করে খুব খেলা।
বাড়ী শেষে পুকুরের পাড় ঘেষে বন
নীলাকাশ বিল-ঝিল দেখে ভরে মন।
এক মসজিদ আর এক মাদ্রাসা
তালেবে ইলম এসে বাঁধে তার বাসা।
মধুর কোরান তারা পড়ে সুরে সুরে
আলোকিত গাঁও ভরা সুখময় নূরে।
ছোট গাঁও হাসিখুশি থাকে সারাবেলা
একজোট হয়ে চলে নাই কারো হেলা।