চাই সকলে মুক্তি
আরমান জিহাদ
পণ্যগুলোর মূল্যবাড়ে পকেট করতে খালি
ব্যবসায়ীরা মুচকি হাসে মারে হাতে তালি।
রাগ উঠে যায় পণ্যক্রয়ে শুনলে পরে দাম
মূল্য পরিশোধে ছুটে তখন গায়ের ঘাম।
মজুদ করে অভাব বাড়ায় শংকা করে তৈরী
অভাববোধে পড়ে মানুষ অবস্থা হয় বৈরী।
চড়া দামে বিক্রি করে অল্প দামের পণ্য
আবার তারা এই সমাজে সম্মানী হয় গণ্য।
আর কতকাল চলবে এমন চাই সকলে মুক্তি
ভারসাম্যকে রক্ষা করে করতে হবে চুক্তি।