জবাবদিহি
আরমান জিহাদ
ধরেন যদি এমন হতো আমার দেশের আইন
বিদেশ বসত গড়া নিষেধ,কেমন হতো ফাইন?
কিংবা ধরেন মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী নিজে
জবাবদিহি করত দেশের ভালো হতো কী যে!
কিন্তু এখন হচ্ছেটা কী? উঁচু সবার শীর!
ক্ষমতাটা দখল করে সবাই সাধু পীর!
অর্থ লুটে প্রাসাদ গড়ে বাঁধলে তরী কূলে
মা-মাটিকে তখন তারা যায় সকলে ভুলে।
আরো ধরেন পুলিশসহ আর বাহিনী যতো
অন্যায়গুলো রুখে দিলে লাভ হতো না শতো?
নির্বাচন কমিশন যদি করত একটু ফেয়ার,
পাল্টে যেতে পারত না কি দখলদারের চেয়ার?
ধরেন যদি এই জনতা আবার জেগে উঠে
বোয়ালরা সব বলুন তখন কোথায় যাবে ছোটে?
এবার ধরেন প্রশাসন আর নেই সরকারের পক্ষে!
তখন কী আর মন্ত্রী এমপির আছে কোন রক্ষে?
তাও তাদের হুঁশ হবে না কারণ তারা চোর—
অর্থ লুটের স্বপ্নে বিভোর তাই কাটে না ঘোর।