ভাঙতে হবে বাঁধ
আরমান জিহাদ
নাই তুলনা নাই তুলনা বাংলাদেশের আইনের
উল্টো পথে চলে সবাই নেই প্রয়োজন লাইনের।
কার কী হলো কার কী গেল নাই কোন লোক দেখার
চেয়ার নিয়ে বসে থাকা লোকগুলো আজ বেকার।
হোক না দেশের অবনতি কার কী আসে তাতে
ভোট দেয়ার আর নেই প্রয়োজন ভোট হয়ে যায় রাতে।
না খেয়ে সব যাক মরে যাক আয় বেড়েছে নীটে
টাকার পাহাড় বেশ গড়েছে দুষ্ট কিছু কীটে।
আওয়াজ তুলে যাও এগিয়ে ভাঙতে হবে বাঁধ
সকল শ্রেণী পেশার মানুষ মিলাও কাঁধে কাঁধ।