বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই
আল্লাহ ছাড়া এই অধমের মালিক কেহ নাই।।
আবার এলো ঘুরেফিরে নির্বাচনী ডাক
অনেক জায়গায় নিবে জানি অনেকরকম বাঁক
নতুন নেতা হবে…
নতুন নেতা হবে মিছিল হবে রাস্তাঘাটে মাঠে
চেয়ার পাওয়ার স্বপ্ন চোখে লাগবে না পিঠ খাটে
হিসাব বহু কঠিন..
হিসাব বহু কঠিন এই সময়ে পেতে গেলে চেয়ার
জানে নেতা খুব গোপনে আছে কিছু দেয়ার
এসব যায় না বলা…
এসব যায় না বলা ষোল কলা নির্বাচনে হয়
যার দখলে দাবার গুটি তার দখলে জয়
আইলো নির্বাচন….
আইলো নির্বাচন আলাপন হবে দোকানপাটে
হঠাৎ গুজব নিউজ ছড়াবে মুখে মুখে হাঁটে
নির্বাচনী যুদ্ধ…
নির্বাচনী যুদ্ধ করবে রুদ্ধ নাই তো এমন কেউ
দুই দলেরই পাতি নেতা করবে যে ঘেউঘেউ
এসব বলা মুশকিল….
এসব বলা মুশকিল সাফ হলে দিল করবে না কেউ ভুল
টাকা পয়সার জোরে তো কেউ বাজাবে না ঢোল
নেতা ভালো হলে..
নেতা ভালো হলে আলো জ্বেলে করবে আলোকিত
জোর ক্ষমতা দিয়ে কভু করবে না সে ভীত
হবে ভোটের নেতা….
হবে ভোটের নেতা একাগ্রতা করবে প্রকাশ সবে
এমন নেতা হলে পরে বহুবছর রবে
টিকে ক্ষমতাতে….
টিকে ক্ষমতাতে ভালো কাজে উন্নয়নের বলে
চেয়ার থাকা স্বত্বেও মিলে সাধারণের দলে
তারা আসল মানুষ….
তারা আসল মানুষ কখনো বা হারায় তাদের হুঁশ
খারাপ লোকে মিলেমিশে চাপায় কভু দোষ
এখন দেশ ভালো না.…
এখন দেশ ভালো না যেমন তেমন চলছে দেশের গতি
এমন হলে পরিবর্তন হবে না একরতি
সোনার বাংলাদেশে…
সোনার বাংলাদেশে কাকের বেশে বাড়ছে বহু নেতা
পকেট ভরা টাকা হলে বাড়ে আধিখ্যেতা
টাকার পাওয়ার বেশি….
টাকার পাওয়ার বেশি দিবানিশি করে প্রচারণা
নিজ ব্যালটে ভোট ভরাতে দেয় যে প্রণোদনা
চালায় গোপন মিশন….
চালায় গোপন মিশন পেতে আসন টাকার কেনা ভোটে
বিনা ভোটের নেতা হতে কেউ যুক্ত হয় জোটে
দলের প্রতিক পেতে….
দলের প্রতিক পেতে কদমবুসি করে দিনেরাতে
নিশ্চিত আসন হয়ে যাবে টিকিট এলে হাতে
এখন সবাই জানে….
এখন সবাই জানে জনে জনে হয় না দিতে ভোট
ভোট হলেও কোন লাভ নেই করবে তারা লুট
ব্যর্থ নির্বাচন কমিশন….
ব্যর্থ নির্বাচন কমিশন হলো ধর্ষণ আওয়ামী লীগের কালে
ফেঁসে গেছে কঠিনভাবে এই সরকারের জালে
এখন নাই অধিকার…
এখন নাই অধিকার নাই স্বাধীকার বাড়ছে ব্যথা মনে
আরমান জিহাদ এই যন্ত্রণায় পুড়ে ক্ষণে ক্ষণে
আজকে যাই বলিয়া…
আজকে যাই বলিয়া শান্তি ফিরুক সকল ইউনিয়নে
যে ই আসুক চিহ্ন রাখুক দেশের উন্নয়নে
তবে সার্থক হবে…..