হুশিয়ার
আরমান জিহাদ
ধর্ম পালন নয়রে বাঁধা নয়রে কোন ভুল
অন্য ধর্ম ছোট করতে কেন হুলুস্থুল?
কেন্ অপমান করবে বলো এটা ভীষণ পাপ
মহান প্রভুর পক্ষ থেকে আসবে অভিশাপ।
ধর্ম শেখায় শান্তিবাণী ছাড়তে শেখায় পাপ
ভুলগুলো সব মোচন করে করো অনুতাপ।
বারে বারে কেন তবে করছ এমন কাজ?
ধর্ম যদি মানো তুমি হওয়া উচিত লাজ।
ধর্ম নিয়ে আর করো না বাড়াবাড়ি ভাই—
মানুষ হয়ে আমরা সবাই মিলে থাকতে চাই।
সুখ পাবে না অপমানে করি হুশিয়ার
প্রতিবাদের অগ্নিস্রোতে হবে রে ছারখার।