নির্বাচনী জ্বীন
আরমান জিহাদ
ও মিয়া ভাই কেমন আছেন?
আপনি পুরান লীগার,
এই সমাজে মূল্য অনেক
জনতার এক ফিগার।
শরীর ভালো?দেখতে এলাম
চলছে কেমন দিন,
এমন বার্তা মুখে নিয়ে
ছুটছে এখন প্রিয় হতে
নির্বাচনী জ্বীন।
আপনার তুলনা নাই
গত নির্বাচনে
কত কষ্ট করেছিলেন
নাওয়া-খাওয়া বীনে,
এবারও তাই এলাম কাছে
জর্জরিত এই আমিটা
পরিপূর্ণ ঋণে।
ওরে ও মা তোর বাবাটা
ছিল খুবই ভালো
এই সমাজের আলো
মিশতো ভীষণ আমার সাথে,
আজকে সে নাই কষ্ট লাগে
তোরে দেখে আশা জাগে
বাবার হয়ে এই আমাকে
ভোট দিয়ে তুই জয়ী করিস
বলে গেলাম এই আমিটা
হাতটি রেখে হাতে।
ও ভাবি—
আপনি তো ভোট আমায় দিবেন
বলতে কি আর হয়?
এবারও ঠিক আমার বিজয়
নেই তো কোন ভয়।
ও কলিম ভাই—
খবর নেই নি তাই দিয়ো না আঁড়ি,
ভোটের দিনের সকাল বেলা
তোমার জন্য ভাবির জন্য
আমি নিজে পাঠিয়ে দিব গাড়ি।
এত দূরে এলাম হেঁটে
দেখতে কেমন রাস্তা
রাখতে পারেন আস্তা
এই তো সেদিন একটা সড়ক
হয়ে গেল শেষে
এটাও হবে, এবার যদি ক্ষমতা পাই
করব অবশেষে।
ভোটের সাথে দোয়াও চাই
আমি সবার আপন
সকল মানুষ সাথে নিয়েই
আমার জীবন যাপন।